Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিলেটে চুরি হওয়া মোটরসাইকেল মাধবপুর থেকে উদ্ধার, আটক ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৪, ০৬:৪৪ পিএম


সিলেটে চুরি হওয়া মোটরসাইকেল মাধবপুর থেকে উদ্ধার, আটক ৩

মাধবপুর থানা পুলিশ ও জনতার সহযোগিতায় সিলেট থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেলসহ তিন জনকে আটক করেছে।

শনিবার দুপুরে উপজেলার শাহজীবাজার মাজার এলাকাকে পিকআপে করে চোরাই মোটরসাইকেল নিয়ে মাধবপুর আসার পথে জনতার সহযোগিতায় আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের   অজিত দাসের ছেলে সাগর দাস (৩০), পিকআপ চালক নবীগঞ্জ উপজেলার পানিউন্দা এলাকার লাল মিয়ার ছেলে পাভেল মিয়া (২৫) ও চালকের সহযোগী একই এলাকার জুমায়েল (২৬)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ  আল মামুন জানান- শনিবার সকাল ৮টার দিকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য সিলেট শহরের ভাগবাড়ি এলাকার  আব্দুর রাজ্জাকের গ্যারেজ থেকে টিভিএস  এপাচি মোটরসাইকেল তালা ভেঙে  চুরি করে নিয়ে  পানিবন্দি নিয়ে আসে। পানিউন্দা থেকে একটি পিকআপে করে মোটরসাইকেলটি মাধবপুর পৌর শহরের নোয়াগাঁও নিয়ে আসার পথে  শাহজীবাজার এলাকায় জনতার সহযোগিতায় পুলিশ আটক করে।

পুলিশ জানায় মোটরসাইকেলে জিপিএস লাগানো থাকায় উদ্ধার করতে সুবিধা হয়।

ইএইচ

Link copied!