Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে জাতীয় রক্তদান দিবস উদযাপিত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৪, ০৬:৫১ পিএম


ফেনীতে জাতীয় রক্তদান দিবস উদযাপিত

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় রক্তদান দিবস উদযাপিত হয়েছে।

শনিবার দিবসটি উপলক্ষ্যে স্থানীয় জেলা স্বেচ্ছাসেবক পরিবারের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, আসাদুজ্জামান দারা, আজাদ মালদার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এনামুল হক, ব্যবসায়ী ইমন-উল হক, ওয়াইজেএফবি ফেনীর সভাপতি শাহাজালাল ভূইয়া, সাধারণ সম্পাদক সোলায়মান হাজারি ডালিম প্রমুখ।

এর আগে বর্ণাঢ্য র‍্যালি নিয়ে শহরের ট্রাংক রোড, প্রেসক্লাব, মডেল থানা রোড ঘুরে শহীদ মিনারে সমবেত হয় স্বেচ্ছাসেবকরা।

পরে বিনামূল্যে রক্তদান কর্মসূচি, ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।

ইএইচ

Link copied!