Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

বরুড়ায় শত শিক্ষার্থীকে জনকল্যাণের বৃত্তি প্রদান

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৪, ০৯:০০ পিএম


বরুড়ায় শত শিক্ষার্থীকে  জনকল্যাণের বৃত্তি প্রদান

বরুড়ায় ঢাকাস্থ বরুড়া উপজেলা  জনকল্যাণ সমিতি ও বরুড়া ফাউন্ডেশনের উদ্যোগে শত শিক্ষার্থী কে বৃত্তি প্রদান করা হয়েছে। 

শনিবার (২রা নভেম্বর) সকাল দশটায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে বরুড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় ও গুরুত্বপূর্ণ কিন্ডার গার্ডেনের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের তুমুল প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। বৃত্তি পরীক্ষা শেষে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন   ঢাকাস্থ জনকল্যাণ সমিতির সভাপতি সাবেক যুগ্মসচিব মনিন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে ও সমিতির  সাধারণ সম্পাদক আবদুস সামাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও  কেন্দ্রীয় বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বরুড়া ফাউন্ডেশনের সভাপতি ও স্ট্যান্ডার্ড গ্রুপের পরিচালক তোফাজ্জল আলী, যুগ্ম সচিব ও ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সহসভাপতি মো. শাহ আলম,  বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং, এ কে এস গ্রুপের পরিচালক ও  ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সহসভাপতি আনিসুর রহমান, কুমিল্লা জেলা নারী ও শিশু আাদালতের পিপি ও বরুড়া উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট খায়রুল এনাম এয়াকুব, নোয়াখালী উকিল আবদুল মালেক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ইকবাল হোসেন, ডা. মোশাররফ হোসেন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক (রেজু), ঝলম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  এমদাদুল হক  পলাশ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আহমদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার, ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক,  আড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  কামরুন নাহারসহ প্রমুখ।

আরএস

Link copied!