Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

গোপালগঞ্জ পৌরসভায় বকেয়া পানির বিল ১ কোটি ৩১ লাখ টাকা

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ প্রতিনিধি:

নভেম্বর ৩, ২০২৪, ০৪:৩০ পিএম


গোপালগঞ্জ পৌরসভায় বকেয়া পানির বিল ১ কোটি ৩১ লাখ টাকা

গোপালগঞ্জ পৌরসভার পানি শাখার বকেয়া বিল দাড়িয়েছে এক কোটি ৩১ লাখ টাকার বেশী। পৌরসভা থেকে বারংবার নোটিশ প্রদান করার পরও বকেয়া টাকা আদায় না হওয়ায় শীঘ্রই সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করাসহ আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলছে পৌর প্রশাসন।

পৌরসভার পানি শাখার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী স্বরুপ বোস জানায়, ১ম শ্রেণির এ পৌরসভার পানি শাখার গ্রাহক সংখ্যা ৯ হাজার ৬ শ’ ৮৯। এছাড়া সংযোগ বন্ধ করা আছে ২ শ’ ৬টি। পানি শাখার এক কোটি ৩১ লাখ ০৮ হাজার সাত টাকার বকেয়া বিল আদায়ে আমরা গ্রাহকদের ডাকযোগে নোটিশ পাঠিয়েছি।

এদের মধ্যে জেলা আইনজীবী সমিতির কাছে ২ লাখ ৪৫ হাজার ৯শত ৭৫ টাকা। কেন্দ্রীয় শিল্প সমবায় সমিতির কাছে ৫২ হাজার ৮ শত ৭০ টাকা। জেলা ক্রীড়া সংস্থার কাছে ৫০ হাজার ৩৪ টাকা। জাতীয় মহিলা সংস্থার কাছে ৪৯ হাজার ৮ শত ৫০ টাকা। সরকারি হাঁস মুরগি খামারের কাছে ৪৭ হাজার টাকা পানির বিল পাওনা রয়েছে।

তিনি আরও জানান, পৌর প্রশাসক মহোদয়ের নির্দেশে বকেয়া পাওনা আদায়ে আমরা নভেম্বর মাস থেকে সংযোগ বিচ্ছিন্ন অভিযান
পরিচালনা করবো।

এ বিষয়ে গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে নাগরিক সেবা নিশ্চিতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কাজ শুরু করেছি। বকেয়া পানির বিল আদায়ে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিআরইউ

Link copied!