Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

৬ দফা দাবি

বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

নভেম্বর ৩, ২০২৪, ০৫:০৯ পিএম


বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে ৬ দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসির সাধারণ শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুরে নগরের চাঁদমারী চৌরাস্তার মোড়ে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুলতান আবিদ হাসান, বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক নাসরুল্লাহ, বরিশাল শাখা কমিটির জিদানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালে স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করা।

গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকুরিজীবিদে আনুপাতিক হারে পদন্নোতির নিয়ম বহালসহ ছয় দফা দাবি তুলে ধরেন তারা। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিক্ষকদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে নিয়োগবিধি ও অংসগতিপূর্ণ গ্রেড সংশোধন করা। মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা। ব্যাচেলর ফার্মাসিস্টসহ সকল অনুষদের বিএসএসি ও এমএসসি কোর্স চালু, স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা প্রদানের দাবিসহ ৬ দফা তুলে ধরেন।

এসব দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিআরইউ

Link copied!