Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জ-বরগুনা-বরিশাল মহাসড়কের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৪, ০৬:৩৭ পিএম


বাকেরগঞ্জ-বরগুনা-বরিশাল মহাসড়কের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাকেরগঞ্জ-বরগুনা-বরিশাল মহাসড়কের দুই পাশের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বরগুনা সড়কের বিআইপি পর্যন্ত এবং বরিশালগামী বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সরকারি কলেজের পশ্চিম পাশের বাউন্ডারি দেয়ালের সামনে থাকা অর্ধশতাধিক দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে চালানো হয় এ উচ্ছেদ অভিযান।

জানা যায়, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা আধাপাকা ও কাঠের তৈরি অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম ইশমাম। বাকেরগঞ্জ থানা পুলিশ এ অভিযানে সহায়তা করে।

বাকেরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়ে একটানা চলে বিকেল পর্যন্ত। মহাসড়কের দু‍‍`পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করার আহ্বান সাধারণ মানুষেরা।

তিনি আরও জানান, জেলার সড়ক বিভাগের অধীনে বাকেরগঞ্জ-বরগুনা-বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের আশপাশে এলাকায় সড়কের দু‍‍`পাশে উচ্ছেদ অভিযান চালানো হয়।

আরএস
 

Link copied!