Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শামা ওবায়েদ এর নামে মামলা প্রত্যাহারের দাবিতে সালথায় বিক্ষোভ মিছিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৪, ০৬:৫৬ পিএম


শামা ওবায়েদ এর নামে মামলা প্রত্যাহারের দাবিতে সালথায় বিক্ষোভ মিছিল

ফরিদপুরের সালথা-নগরকান্দা, ফরিদপুর-২ দক্ষিণ বঙ্গের অগ্নিকন্যা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সালথা উপজেলার আটঘর বিএনপি যুবদল অঙ্গ সংগঠন।

রবিবার (৩ নভেম্বর) বিকাল ৪ টায় আটঘর ইউনিয়নের গৌড়দিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আটঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খানের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান খান (মাহফুজ) এর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ মাতুব্বর, সাধারণ সম্পাদক আলী মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক রাশেদ মৃধা, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক মঞ্জুর খান, উপজেলা যুবদল নেতা শহিদুল ইসলাম, মানোয়ার হোসেন, কালাম মাতুব্বর, আমির হামজা, ছাত্রদল নেতা মাসুদ, হাসিবুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় না থাকা সত্ত্বেও নগরকান্দা- সালথা বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে শামা ওবায়েদ ইসলাম রিংকুর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা। এছাড়াও আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার না করলে নগরকান্দা থানা ঘেরাও করার ঘোষণা দেন নেতাকর্মীরা। 

আরএস
 

Link copied!