Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৪, ০৭:০৫ পিএম


মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার

মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার। মাগুরার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মাগুরা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (৩ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‍‍`চাঁদের হাট‍‍` এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন,মাগুরা জেলা বণিক সমিতির আহ্বায়ক মুন্সী হুমায়ুন কবির রাজাসহ অনেকে।

ভোক্তা অধিকার সংরক্ষণ সেমিনারে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।পুলিশ পরিদর্শক (নিঃ) শরিফুল ইসলাম,সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন,জেলা প্রাণিসম্পদ অফিসার মিহির কান্তি বিশ্বাস। 

জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারী,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,মাগুরা জেলা বণিক সমিতি আহ্বায়ক মুন্সী হুমায়ুন কবীর রাজা। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগ সমিতি মাগুরা শাখা খোন্দকার মাহাবুব আলম,হোটেল মালিক সমিতির জেলা শাখা মাগুরা ফয়সাল আহমেদ রাসেল। মাগুরা জেলা কসমেটিকস ব্যবসা সমিতি সাংবাদিক খন্দকার নজরুল ইসলাম মিলন।

আরও উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি বিপণন অধিদপ্তর সাইফুল ইসলাম। ছাত্র প্রতিনিধি তাওহিদুল ইসলাম, মারিয়া খাতুন,জেলা ভোক্তা কমিটি সদস্য ও সাংবাদিক শরীফ তেহরান টুটুল, জেলা তথ্য অফিসার পাভেল দাস,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, মাগুরা সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক সাংবাদিক ওবায়দুর রহমান,মাগুরা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ সহ প্রমুখ। 
আরএস

Link copied!