Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

ফেসবুকে ‘ভয়ংকর শব্দ আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুব উন্নয়ন কর্মকর্তা শোকজ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

নভেম্বর ৪, ২০২৪, ০১:২৬ পিএম


ফেসবুকে ‘ভয়ংকর শব্দ আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুব উন্নয়ন কর্মকর্তা শোকজ

বগুড়ার শাজাহানপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজাকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে তিন কর্মদিবসের মধ্যে স্পষ্ট কারণ উল্লেখ করে এর জবাব দিতে বলা হয়েছে।

অভিযুক্ত উপজেলা যুবউন্নয়ন অফিসার শাহজাহান রেজা তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের ‘আলহামদুলিল্লাহ’ সম্পর্কে আপত্তিকর পোস্ট  করেন। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন ‘ইদানীং সবচেয়ে ভয়ংকর শব্দ আলহামদুলিল্লাহ’। তিন দিন আগে করা মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হওয়ায় উপজেলা ধর্মপ্রিয় এলাকাবাসী, শিক্ষার্থীরা সমালোচিত বিতর্কিত যুব কর্মকর্তার শাস্তির দাবি করেন। এক পর্যায়ে সেই বিতর্কিত যুব কর্মকর্তা পোস্টটি ডিলিট করে ক্ষমা প্রার্থনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতজনিত কারণ ও চাকরি বিধি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহজাহান রেজাকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে।

বিআরইউ

Link copied!