Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

নভেম্বর ৪, ২০২৪, ০৩:৩৭ পিএম


আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে আমির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন।

এর আগে রবিবার (৩ নভেম্বর) রাতে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার পাকার মাথা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমির হোসেন শেখ (৪৫) চাঁদপুর জেলার সদর থানার সাখুয়া গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে। সে বর্তমানের আশুলিয়ার এনায়েতপুর এলাকায় ভাড়াবাসায় থাকতো বলে জানা যায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর আশুলিয়ার এনায়েতপুর এলাকার আমিনুল ইসলামের ভাড়া বাসায় থাকা ৭ বছরের এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত আমির হোসেন। এ সময় তাকে কৌশলে পালিয়ে যেতে সহযোগিতা করে বাড়ির মালিকের ভাই উসমান। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। এর পরিপ্রেক্ষিতে আসামি গ্রেপ্তারের কাজ শুরু করে পুলিশ।

সেই ধারাবাহিকতার জেরে রোববার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুতের পাকার মাথা নামক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, গ্রেপ্তার আসামিকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিআরইউ

Link copied!