Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরিষাবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ-সার বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

নভেম্বর ৪, ২০২৪, ০৩:৪০ পিএম


সরিষাবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ-সার বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক সাড়ে ৫ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করেছে। 

আজ সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফসল বৃদ্ধির লক্ষ্যে এ বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,  সরিষাবাড়ি উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

আরও জানা যায়,  উপজেলার ৫ হাজার ৫৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে এ সার- বীজ বিতরণ করা হয়। এদের মধ্যে ৪ হাজার ৬০০ জনের মধ্যে সরিষা, ৮০ জনের মধ্যে গম, ভুট্রা ৬০ জন, পেঁয়াজ ৪০ জন, চিনা বাদাম ৮০ জন, মুগ ডাউল ৩০ জন, মসুর ডাউল ৪০ জন ও খেসারি ডাল ২০ জন কৃষকের মধ্যে এসব বিতরণ করা হয়। এসব বীজ প্রায় ৭৩৮ হেক্টর জমিতে বপন করা হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ সহ কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তার উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!