Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ শকে কৃষকের মৃত্যু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:

নভেম্বর ৪, ২০২৪, ০৫:৫৬ পিএম


মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ শকে কৃষকের মৃত্যু

বগুড়ার সোনাতলায় অগভীর নলকূপের বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে কৃষক ছালজার রহমান (৬৪)‍‍`র মৃত্যু  হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছালজার রহমান ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন রুবেল জানান, বাড়ির পাশে মমতাজুর রহমান মন্টুর অগভীর নলকূপ কৃষি সেচ ঘরে মোটরের সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক সুইচে আটকে যায়। তাকে ছুটাতে গিয়ে মন্টুসহ দু‍‍`জন আটকিয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ছালজার রহমানকে মৃত ঘোষণা করেন  এবং মন্টুর অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনাতলা থানা সাব ইন্সপেক্টর আব্দুল হাকিম। তিনি প্রাথমিক সুরতহাল প্রস্তুত করেন। মৃত্যুর বিষয়ে কাহারো কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার সহিত আলোচনা সাপেক্ষে মৃতদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেন।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনাদুন নবী জানান, বিদ্যুৎ পৃষ্ঠের একজন মারা গেছেন সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!