Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে পরকীয়া জেরে ১জন নিহত, ১জন হাসপাতালে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ৪, ২০২৪, ০৬:২২ পিএম


শ্রীপুরে পরকীয়া জেরে ১জন নিহত, ১জন হাসপাতালে

গাজীপুরের শ্রীপুরে বসতবাড়িতে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে, ধারালো দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পরকীয়া প্রেমিক আশরাফুলকে গলাকেটে হত্যা ও স্ত্রী তাসলিমাকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্বামী। পুলিশ ও স্থানীয়রা গুরুতর রক্তাক্ত আহত তাসলিমাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার (৪ নভেম্বর ) দুপুরে শ্রীপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের আজিজুল হক এর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম (৩০) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পলিবটতলী গ্রামের আব্দুল ওয়াহাব এর ছেলে। অপর গুরুতর আহত তাসলিমা খাতুন (২৮) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আজিজুল হক এর স্ত্রী।

অভিযুক্ত আজিজুল হক (৩০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী। শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস করছে।

আরএস

Link copied!