Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাঁদপুরে অবৈধ পলিথিন বিরোধী অভিযান

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

নভেম্বর ৪, ২০২৪, ০৭:২৬ পিএম


চাঁদপুরে অবৈধ পলিথিন বিরোধী অভিযান

শ্যামল সরকার চাঁদপুরঃসরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিংব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। 

৪ নভেম্বর সোমবার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার ওয়্যারলেস বাজারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের  সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো. জাকারিয়া হোসেন। 

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দিন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। 

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর ৬ক দণ্ড ১৫(১) এর ৪(খ) ধারা লঙ্ঘন করায় মেসার্স তিশা স্টোর, ওয়্যারলেস বাজার, সদর, চাঁদপুর কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে চাঁদপুর পুলিশ লাইনের একদল পুলিশ ফোর্স সক্রিয় সহযোগিতা করেন। এ সময় পরিবেশ রক্ষায় সব ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করা হয়। 

আরএস

Link copied!