Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে জামায়াতের নতুন আমিরের শপথ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ৪, ২০২৪, ০৭:২৮ পিএম


ফেনীতে জামায়াতের নতুন আমিরের শপথ

গত সাড়ে ১৫ বছর ভার্চুয়ালি শপথ করাতে হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, জামায়াতে ইসলামীর রুকন ভাই-বোনদের ভোটে নির্বাচিত সারা দেশের সকল আমীরদের নাম ইতিমধ্যে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান ঘোষণা করেছেন। তিনি নিজেও শপথ পাঠ করাচ্ছেন। তার মনোনীতি প্রতিনিধিরাও শপথ বাক্য পাঠ করাচ্ছেন। পরিবর্তিত পরিস্থিতিতে আমীরে জামায়াত সিদ্ধান্ত দিয়েছেন মহানগর ও জেলায় জেলায় গিয়ে শপথ দিতে হবে।

সোমবার (০৪ নভেম্বর) বিকালে জামায়াতে ইসলামীর ফেনী জেলা শাখার নবনির্বাচিত আমির মুফতি আবদুল হান্নানের শপথ অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে রুকন সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সদ্য সাবেক জেলা আমির একেএম শামছুদ্দীন, কুমিল্লা অঞ্চল টিম সদস্য নজরুল ইসলাম খাদেম ও মাওলানা আলাউদ্দিন প্রমুখ।

এটিএম মাছুম আরো বলেন, “জামায়াতে ইসলামী বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আদর্শিক রাজনৈতিক দল। সারাদেশে জামায়াতে ইসলামীকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। দেশের নতুন পরিবর্তনের এই প্রেক্ষাপটে দীর্ঘ জুলুম নির্যাতনের পর বর্তমান সময়ে নতুন করে এগিয়ে যেতে হবে। সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে জামায়াতে ইসলামী সারাদেশে মহানগর, জেলা পর্যায়ে নতুন করে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশ-জাতির জন্য বৃহৎ পরিসরে কাজ করতে হবে।”

আরএস
 

Link copied!