Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

গৌরীপুরে রাস্তার মাঝে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি, ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ৪, ২০২৪, ০৭:৩২ পিএম


গৌরীপুরে রাস্তার মাঝে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি, ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা

ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরের বালুয়াপাড়া  চৌরাস্তার মোড়ের মাঝখানে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে। সাথে ফোর ফোরটি লাইনের সংযোগ দেওয়া হয়েছে। যা খুবই ঝুঁকি পূর্ণ । চার রাস্তার মাঝে খুঁটি থাকায় যে কোন সময় গাড়ির ধাক্কায় খুঁটি ভেঙে ভয়াবহ  দুর্ঘটনা ঘটে প্রাণহানিসহ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরে যেতে পারে। 

অনুসন্ধানে দেখে গেছে এই আঞ্চলিক রাস্তার মোড় দিয়ে প্রতিদিন নেত্রকোণা ,কিশোরগঞ্জসহ ময়মনসিংহ থেকে কেন্দুয়া আটপাড়া, মোহনগঞ্জগামী হাজার হাজার গাড়ী দিবা-রাত্রী চলাচল করে। ইতিমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার কথা জানা গেছে। বালুয়াপাড়া মোড়ের ইব্রাহিম মার্কেটের মালিক সুমন ও বেগ মার্কেটের মালিক বেগ ফারুক আহাম্মেদ জানান এর আগে এই বিদ্যুৎ লাইন রাস্তার উত্তর পাশ প্রবাহমান খালের পাশে নিরাপদ স্থানে ছিল।

সেখান থেকে খুঁটিটি উত্তোলন করে রাস্তার মাঝখানে প্রতিস্থাপন করায় আমরাসহ এলাকাবাসী পথচারী,যানবাহনের চালকরা সর্বদা ঝুঁকির মধ্যে থাকি। 

জানা গেছে সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম রাস্তার উত্তর পাশ দিয়ে প্রবাহমান খালের উপর বক্সকালর্ড নির্মাণ করে ব্যক্তিগত মার্কেট নির্মাণ করেন। তার নির্মিত মার্কেটের ব্যক্তিগত সুবিধা ভোগের জন্য তার ক্ষমতা প্রয়োগ করে  এই বিদ্যুৎ খুঁটি রাস্তার মাঝখানে স্থাপন করেন।

এবিষয়ে গৌরীপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন যেহেতু মেয়র সৈয়দ রফিকুল ইসলাম 

বিদ্যুতের খুঁটি সরিয়ে চৌরাস্তার মাঝ খানে রেখেছেন সেটা পৌর প্রশাসক নির্দেশ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা এই জটিল বিষয়টি অবগত হয়েই তাৎক্ষণিক আবাসিক প্রকৌশলীকে ঝুঁকি পূর্ণ বিদ্যুৎ খুঁটিটি সুবিধাজনক স্থানে স্থান্তার করার নির্দেশ দেন।

আরএস
 

Link copied!