Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাটোরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ১১:৫৭ এএম


নাটোরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান

খাদ্যে ভেজাল রোধে ও ব্যবসা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন উপায়ে খাদ্য তৈরি, সংরক্ষণ ও বিক্রি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করার জন্য নাটোর সদরে অভিযান চালিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত।

সোমবার সন্ধ্যার দিকে শহরের ছায়াবাণী মোড় এলাকার বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট, মিষ্টির দোকান ও কনফেকশনারিতে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন নাটোরের মুখ্য বিচারিক হাকিম নাজির মো. রোকনুজ্জামান সরকার দিনার।

অভিযানের নেতৃত্ব দেন নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমন আলী।

মুখ্য বিচারিক হাকিম নাজির রোকনুজ্জামান সরকার বলেন, নিরাপদ ও বিশুদ্ধ খাদ্য নিশ্চিতে এ অভিযান শুরু হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন উপায়ে হোটেল রেস্টুরেন্ট ও ফুটপাতে খাবারের দোকানে খাদ্য তৈরি, সংরক্ষণ ও বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়েছে।

এ সময় জলযোগ মিষ্টান্ন ভাণ্ডারের ১৫ থেকে ২০ হাড়ি দই ধ্বংস করা হয়েছে। সেইসঙ্গে অন্য বিক্রেতাদের ছোটখাটো ভুল দেখিয়ে সতর্ক করেছেন আদালতের বিচারকেরা।

পরবর্তী অভিযানের সময় ত্রুটি পাওয়া গেলে জরিমানাসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রোকনুজ্জামান সরকার।

অভিযানে নির্বাহী হাকিম তৌহিদুর রহমান সুমন, মো. সাদ্দাম হোসেন, মো. শানু আকন্দ, নাটোরের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুল করিমসহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!