Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ১২:৫৭ পিএম


নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়াকে এডিসি হিসেবে রাঙামাটি জেলায় পদায়ন করার কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার রাত ১০ টায় নাসিরনগর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী ইউএনও ইমরানুল হক ভুঁইয়া বলেন, নাসিরনগর উপজেলার মানুষ খুবই আন্তরিক আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভালো। ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির ভুঁইয়া।

এতে স্বাগত বক্তব্য দেন- নাসিরনগর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।

সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, নাসিরনগর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আমজাদ হোসেন, মো. আরিফুল ইসলাম, নিজাম উদ্দিন।

ইএই

Link copied!