Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ০১:৩৫ পিএম


হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে পায়েল মনি নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বখতিয়ার মাঝির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পায়েল মনি ওই বাড়ির আবুল কালামের পুত্র প্রবাসী মোহাম্মদ রুবেল হোসেনের স্ত্রী। সে উপজেলার মেখল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা বাঁচা মিয়ার কন্যা।

এ ঘটনায় নিহতের শ্বশুর আবুল কালাম জানান, গত ২৩ সালের ৯ জানুয়ারি পারিবারিকভাবে পায়েল আর রুবেলের বিয়ে হয়। পরে পায়েল মোবাইল ফোনের মাধ্যমে কোন এক পুরুষের সাথে কথা বলতো। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন আগে একবার পারিবারিকভাবে বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়। পরবর্তীতে গত দেড় মাস আগে রুবেল পুনরায় বিদেশ চলে গেলে সে আবার কথা বলা শুরু করে। আজ রুবেলের নির্দেশে পায়েলের কাছ থেকে মোবাইলটি নিয়ে আমার আরেক ছেলের মাধ্যমে পায়েলের বাবার কাছে পাঠিয়ে দিলে পায়েল পরিবারের সকলের অগোছরে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

অন্যদিকে পায়েল মনির বাবা বাঁচা মিয়া বলেন, আমাদের দুই পরিবারের সম্পর্ক খুবই ভাল ছিল। তবে পায়েলের শাশুড়ি তাকে বিভিন্ন সময় জ্বালা যন্ত্রণা করতো। এ নিয়ে সমাধান না হলে গত কিছুদিন আগে তাকে আমি নিয়ে যাই। পরে শ্বশুরের কথায় পুনরায় দিয়ে যায়। কিন্তু কি কারণে এমন হলো সেটা আমরাও বুঝতে পারছি না।

এ বিষয়ে মডেল থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আসল রহস্য উঠে আসবে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!