Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

গোসাইরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার-বীজ বিতরণ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ০২:৩০ পিএম


গোসাইরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার-বীজ বিতরণ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২৩৯০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে ফসল বৃদ্ধির লক্ষ্যে বীজ-সার বিতরণের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২৩৯০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি করে সরিষা বীজ ও ফসলভিত্তিক এমওপি ১০ কেজি ও ডিএপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ৪১৫ জনকে ২০ কেজি করে গম, ১৫ জনকে ২ কেজি করে ভুট্টা, ৮৫ জনকে ১ কেজি করে সূর্যমুখী, ১০জনকে ১০ কেজি করে চিনাবাদাম, ৩০ জনকে ৫কেজি করে মুগ ডাল, ১৭০জনকে ৫ কেজি করে খেসারি ডাল, ১২০৮ জনকে ১কেজি করে  সরিষা, ১৮৫ জনকে ৮কেজি করে সয়াবিন, ২০জনকে ১কেজি করে পেঁয়াজ, ২০ জনকে ২কেজি করে অড়হর বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা কৃষি অফিসার মো.শাহাবুদ্দিনের উপস্থাপনায় বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজাল।

এছাড়াও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আবুল কাশেমসহ কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!