Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পৈত্রিক বসতবাড়িতে বড় ভাইয়ের তালা, ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ০২:৪৯ পিএম


পৈত্রিক বসতবাড়িতে বড় ভাইয়ের তালা, ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

বগুড়ার শাজাহানপুরে হত্যার হুমকি ও বাড়িতে তালা লাগিয়ে বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগে আপন বড় ভাই এনামুল হকের বিপক্ষে সংবাদ সম্মেলন করেছে ছোটভাই রেজাউল করিম।

তারা উভয়ে উপজেলার মানিকদিপা ফকির পাড়া এলাকার মোহসীন আলীর ছেলে।

মঙ্গলবার বেলা ১২টায় শাজাহানপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেজাউল করিম।

তিনি বলেন, আমার দুর্বলতার সুযোগে আমার সহোদর ভাই এনামুল হক তিন দফা বাবার জমি তার নিজ নামে ও ছেলেদের নামে লিখে নেয়। আমাকে হত্যার হুমকি সহ বাবার বাড়িতে তালা লাগিয়ে বসতবাড়ি থেকে উচ্ছেদ করে। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ধরনের প্রতিকার পাইনি। এমনকি উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশের সহযোগিতায় আমাকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করায়।

এছাড়াও বহিরাগত সন্ত্রাসী দ্বারা আমার ব্যক্তিগত কেয়ারটেকারকে মারধর করাসহ আমাকে বারবার হত্যার হুমকি দেয়। এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এবিষয়ে ভুক্তভোগীর বড় ভাই এনামুল হক বলেন, আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যার প্রমাণ সরেজমিনে গিয়ে তদন্তে পেয়ে যাবেন।

ইএইচ

Link copied!