Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

নেত্রকোণায় রাইফেলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ০৩:২০ পিএম


নেত্রকোণায় রাইফেলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোণার মদন উপজেলায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোরে মদন উপজেলার সদর ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (৪৫) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)।

মদন সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমামুন নূর সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ সিগন্যাল ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম মদন উপজেলার সদর ইউনিয়নের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি রাইফেল এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যাবসা ও মাদক চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুপুরে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!