Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনা সদস্যসহ নিহত ২

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ০৫:০২ পিএম


কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনা সদস্যসহ নিহত ২

নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলার শুনই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শুনই গ্রামের সাবেক সেনা সদস্য রফিক ফকির (৫০), তার কাজের লোক রূপায়ণ মিয়া (২৮)। এ ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি আমার সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!