Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে বাজার মনিটরিং করতে গিয়ে বাধার মুখে নির্বাহী ম্যাজিস্ট্রেট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ০৫:২৭ পিএম


কালিয়াকৈরে বাজার মনিটরিং করতে গিয়ে বাধার মুখে নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরের কালিয়াকৈরে বাজার মনিটরিং করতে গিয়ে অসাধু ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ।

মঙ্গলবার দুপুরে সফিপুর কাঁচাবাজারে অভিযান চালানোর সময় কিছু ব্যবসায়ী তাকে বাধা প্রদান করেন এবং পরবর্তীতে তার গাড়ি বহরকে ধাওয়া করেন।

অভিযানকালে দিল আফরোজ অনিয়মের দায়ে দুটি দোকানকে জরিমানা করেন, যার মধ্যে আরিফুল মিয়াকে ৫ হাজার টাকা এবং রাজু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর পরপরই কিছু অসাধু ব্যবসায়ী তাকে ঘিরে বাকবিতণ্ডা শুরু করে, ফলে পরিস্থিতির অবনতি ঘটে এবং তাকে বাজার ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহম্মেদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, বাজার মনিটরিংয়ের সময় সরকারি কাজে বাধা প্রদানকারী এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিএস

 

Link copied!