Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

আখাউড়ায় নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করে দেওয়া হল মাদ্রাসায়

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ০৫:৩২ পিএম


আখাউড়ায় নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করে দেওয়া হল মাদ্রাসায়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আড়তে অভিযান চালিয়ে ১৭৫ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জাটকা ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

মঙ্গলবার(৫ নভেম্বর) সকালে উপজেলার বড় বাজার মাছের আড়তে অভিযান চালিয়ে ৬০(ষাট) হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক বা জরিমানা করা হয়নি।একই সময় তিতাস নদীতে অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার বিভিন্ন জাল জব্দ ও নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বাধ অপসারণ করা হয়।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বড়বাজার মৎস্য আড়তে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৭৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা  ইলিশ গুলো উপজেলার ছয়টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

এই অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহানসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে তিতাস নদীতে বিপুল সংখ্যক জীবন্ত কাঁকড়া ও শামুক অবমুক্ত করা হয় মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা মৎস্য অফিস। 

আরএস
 

Link copied!