Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কচুয়ায় অবৈধ পলিথিন বিরোধী অভিযান

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ০৭:৫৪ পিএম


কচুয়ায় অবৈধ পলিথিন বিরোধী অভিযান

সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিংব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চাঁদপুর কচুয়া উপজেলা  প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন, কচুয়া ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় কচুয়া উত্তর বাজার ও পলাশপুর বাজারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব প্রদান করেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি। 

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক  মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক  মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। আরো উপস্থিত ছিলেন ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দিন, নমুনা সংগ্রহকারী সাদ্দাম হোসেন ও অফিস সহায়ক মো. সাইফুল ইসলাম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক  শরমিতা আহমেদ লিয়া। 

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর ৬ক দণ্ড ১৫(১) এর ৪ (খ) ধারা লঙ্ঘন করায় মোট ০৩ (তিন)টি মুদি পাইকারি দোকানকে প্রায় ১২,০০০/- (বারো হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয় এবং ৫৮১ (পাঁচশত একাশি) কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে কচুয়া থানার একদল চৌকস পুলিশ ফোর্স সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।

আরএস

Link copied!