Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ০৮:৪৯ পিএম


গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড হাজীর পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিভিন্ন প্রজাতির ফলমূলের গাছ কেটে বাগান দখলের পাঁয়তারা ও বসতঘরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরল আলম (৫২) নামে এক ব্যক্তি তার বড় ভাই শাহ আলম (৬২) পিতা, মৃত ঠান্ডা মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নুরুল আলম বলেন,গত ২৪ বৎসর ধরে  আমার দখলে থাকা জায়গাতে বিভিন্ন ধরনের ফলমূল গাছ রোপণ করে ভোগদখল করে আসছি। চার মাস আগে আমার বড় ভাই শাহ আলম জায়গাটি নিজের দাবি করলে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদকে অবহিত করি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সালিশি বৈঠকের কথা বললে- অভিযুক্ত শাহ আলমসহ ৭ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে এবং বাগানে রোপণ করা গাছ কেটে ফেলে।

গাছকাটার কথা স্বীকার করে শাহ আলম বলেন, জায়গাটা আমার নিজের। তাই গাছ কেটেছি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই মাহবুব জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাছকাটার বিষয় সত্য। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

আরএস

Link copied!