Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে এইচপিভি টিকা নিয়ে ৭শিক্ষার্থী অসুস্থ, স্বাস্থ্য কর্মকর্তা বললেন আতঙ্কে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ০৯:১৩ পিএম


বাকেরগঞ্জে এইচপিভি টিকা নিয়ে ৭শিক্ষার্থী অসুস্থ, স্বাস্থ্য কর্মকর্তা বললেন আতঙ্কে

বরিশালের বাকেরগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নেয়ার হঠাৎ সাত জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১ টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

টিকা দেওয়ার কিছুক্ষণ পরেই নবম শ্রেণীর শিক্ষার্থী হামিদা, মাইশা, ফাতেমা, মিম, লামিয়া, মিম ও লিমা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক হাওলাদার জানান, সকাল ১১ টার দিকে বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়। দুপুর ১ টার দিকে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাঁদের দেখাদেখি আরও কিছু শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।  তিনি তাৎক্ষণিক অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন বলেও জানান।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার বলেন, এইচপিভি টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরপরই শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পরে, যা তাদের অসুস্থতার কারণ হতে পারে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে।

Link copied!