Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল যুবকের

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

নভেম্বর ৬, ২০২৪, ০১:৩০ পিএম


শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল যুবকের

জয়পুরহাটের কালাইয়ে শ্বশুরবাড়ি থেকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহিনুর রহমান বগুড়ার মহাস্থানগড় নামা বাজার মৃত ছানাউল্লা প্রামানিকেরছেলে। 

আজ বুধবার আনুমানিক ভোর ৬ টার দিকে কলাই-মোকামতলা রোডে কালাই উপজেলার পুনট বাঁশের ব্রীজ কলিং ফুড প্রসেসিং হিমাগার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শাহিনুর রহমান বোন সুমনা আক্তার জানান, তারা সাত বোন, এক ভাই তাদের মধ্যে শাহিনুর ছোট। সে এক বছর আগে কালাই উপজেলার পুনট ইউনিয়নের আপলা পাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করেন। আজকে ভোর ৬ টার দিকে তার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। নিহতের সংবাদ শুনে আমরা থানায় আসি।

এই বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, কালাই-মোকামতলা রোডে কালাই পুনট বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে পাকা রাস্তার উপরে নিহত শাহীনুর রহমান মৃতদেহ পড়ে থাকে। এবং তার একটি মোটরসাইকেল দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত্য ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ
 

Link copied!