মাগুরা প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৪, ০৪:১৫ পিএম
মাগুরা প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৪, ০৪:১৫ পিএম
পুলিশের কনস্টেবল পদে ৬ লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর সদরের মেহেদী হাসান শিকদার (২৭), মাগুরা সদরের মো. বাবলু মল্লিক (৩৮), নকলা এলাকার মো. কবির হোসেন (৩৯), গোপালগঞ্জের কাশিয়ানীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য (কর্পোরাল সেনা নং-২৪০৫৮১৮) মো. মিরাজুল ইসলাম (৫৬), মাগুরা সদরের নিজনান্দুয়ালী এলাকার মো. রাসেল শেখ (২৮) ও মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের মো. হাবিবুর রহমান (৪৫)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আত্মসাৎকৃত ৬৭ হাজার টাকা, একটি কালো রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি, অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. মিরাজুল ইসলামের নিজ নামে লাইসেন্সকৃত একটি শটগান ও ৪ রাউন্ড গুলি এবং সাতটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
মোছা. পলি বেগম নামে এক নারী তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় প্রতারণার অভিযোগে মামলা করেছেন। অভিযোগে তিনি বলেন, আসামি ও তাদের সহযোগীরা সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এপিএস ও নিরাপত্তা প্রহরী ও গানম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাইয়ে দেবেন বলে তারা টাকা হাতিয়ে নেন। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে।
মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মাগুরা সদর থানা ওসি তদন্ত মো. আলাউদ্দিন জানান, মোছা. পলি বেগম ৫ নভেম্বর থানায় এসে আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম দ্রুতসময়ের মধ্যে প্রতারকদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় মাগুরা সদর থানা পুলিশ আসামিদেরকে মাগুরা পুলিশ লাইনসের সামনে থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
মাগুরা সদর থানা ওসি মোহাম্মদ আইয়ুব আলী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এবং তারা দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার কথা বলে বাংলাদেশের বিভিন্ন এলাকা হতে মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে আসছে। তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।
ইএইচ