Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভৈরবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৪, ০৪:২২ পিএম


ভৈরবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কিশোরগঞ্জের ভৈরবে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।

আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগমের সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা মুছা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাউদ্দিন কায়সার আফরাদ, আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফ আলী ভূইয়া প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৪শ ৫ জন কৃষককে পর্যায়ক্রমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে। আজ ১ হাজার কৃষকের প্রত্যেককে প্রতি বিঘা জমির জন্য সরিষার ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, কৃষি সমৃদ্ধি জন্য সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে কৃষকদের সহায়তাসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে।

এ সময় কর্মকর্তা আকলিমা বেগম বলেন, গত দুই বছর সরিষার বাম্পার ফলন হয়েছে। যারা সরিষা পাবেন তারা এর সঠিক প্রয়োগ করবেন। সরিষা পরিপক্ব হওয়া থেকে তেল সংগ্রহ পর্যন্ত কৃষি অফিস সহায়তা করে যাবে। এসময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের মাঠ পর্যায়ে প্রতিটি কৃষককে ঘরে ঘরে গিয়ে সহযোগিতা করার নির্দেশনা দেন।

ইএইচ

Link copied!