Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধামইরহাটে নদী থেকে লাশ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৪, ০৫:০৮ পিএম


ধামইরহাটে নদী থেকে লাশ উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে আনুমানিক ৪০ বছর বয়সের এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আলমপুর ইউনিয়নের চৌঘাট এলাকার আত্রাই নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে বস্তাবর বিওপির সদস্যরা ডিউটি চলাকালীন লাশটি দেখে থানা পুলিশকে অবগত করেন।

এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম জানান- খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের হাতে বালা, লাল সুতোর রাখি দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি পার্শ্ববতী ভারত সীমান্ত দিয়ে ভেসে এসেছে এবং লাশটি সনাতন ধর্মের। পরবর্তীতে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ নওগাঁ জেলা মর্গে পাঠানোর হয়েছে।

ইএইচ

Link copied!