Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

আড়াইহাজারে প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ডিম বিক্রি শুরু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৪, ০৫:২০ পিএম


আড়াইহাজারে প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ডিম বিক্রি শুরু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সুলভ মূল্যে ডিম বিক্রি করা শুরু হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এ কার্যক্রম শুরু করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান ভুঁইয়া।

এ কার্যক্রম চলমান থাকবে বলে জানায় প্রাণিসম্পদ অফিস।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিম বিক্রেতা প্রতিষ্ঠান দোকান খুলে বসেছেন। ক্রেতারা লাইন ধরে ডিম ক্রয় করছেন। এক হালি ডিমের দাম ৪৬ টাকা, এক ডজন ডিমের দাম ১৪০ টাকা এবং এক খাঁচি ডিম ৩৪৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

ডিমের বর্তমান দূর্মূল্যের বাজারে বাজার দর থেকে অনেক কম দামে ডিম ক্রয় করতে পেরে ক্রেতারা অনেক খুশি। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ইএইচ

Link copied!