Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

‘সন্তানদের বৃত্তিসহ প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে’

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৪, ০৫:৩২ পিএম


‘সন্তানদের বৃত্তিসহ প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে’

তথ্য উপদেষ্টার ঐকান্তিক প্রচেষ্টায় কল্যাণ ট্রাস্ট থেকে সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফেনীর একটি রেস্টুরেন্টের হল রুমে লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা ও স্থানীয় ৩২ জন সাংবাদিকের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম আবদুল্লাহ আরও বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ মেয়াদে সাংবাদিকদের জন্য কাজ করবে কল্যাণ ট্রাস্ট। দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেইজের ভাণ্ডার তৈরি করা হবে, যাতে প্রকৃত সাংবাদিকরা উপকৃত হয় এবং অপসাংবাদিকতা বিলুপ্ত হয়।

ফেনী জেলা তথ্য অফিসার আল আমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, আবু তাহের,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী জেলা জামায়াত ইসলামির প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম।

ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুর জেলার ৩১ জন কর্মরত ও ১ জন নিহত সাংবাদিকের মাঝে সর্বনিম্ন ৫০ হাজার এবং সর্বোচ্চ ২ লাখ টাকা করে প্রায় ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!