Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে নির্মাণাধীন সিটি সুপার মার্কেট থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ৬, ২০২৪, ০৬:৪৫ পিএম


বরিশালে নির্মাণাধীন সিটি সুপার মার্কেট থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে নির্মাণাধীন ভবন বরিশাল সিটি সুপার মার্কেট তৃতীয় তলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ইয়ামিন (১০) নগরীর সদর রোর্ড হাওলাদার লেন গলির মহুরী বেল্লাল হাওলাদারের ছেলে।

ঘটনাটি বুধবার সকাল ১১টায় ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় চায়ের দোকানদার বিউটি বেগম শিশু ইয়ামিনকে রক্তাত অবস্থায় ভবনের নিচে পরে থাকতে দেখে তার পরিবারের স্বজনকে খবর দিলে তারা এসে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের বাবা বেল্লাল বলেন, সিটি সুপার মার্কেটের পাশে আমার বাসা সেই সুবাদে প্রতিদিনের মত আজও আমার ছেলে ইয়ামিন ভবনের তিন তলায় খেলতে উঠেছে। পড়ে সেখান থেকে কীভাবে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে সেটা আমি জানি না। স্থানীয়দের কাছ থেকে শুনেছি তিন তলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানা অফিসার ইনর্চাজ (ওসি) বলেন, সিটি সুপার মার্কেট তৃতীর থেকে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বিষয়টি সঠিক। তবে পরিবার থেকে মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!