Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

কাপ্তাইয়ে সাবেক ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৪, ০৭:০৮ পিএম


কাপ্তাইয়ে সাবেক ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দীন সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপ্তাই পিডিবি এলাকার ফুলবাগানের একটি বাসা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

সুমন কাপ্তাই নতুন বাজার এলাকার মো. আবুল কাশেম এর ছেলে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতা, ভাঙচুর করা সহ অরাজকতা সৃষ্টি ও এতে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ জানান, গ্রেফতারকৃত এম নুর উদ্দীন সুমন কাপ্তাই পিডিবি ফুলবাগান এলাকার একটি বাসাতে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসার একটি আলমারির ভিতরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা, হামলা, অরাজকতা এবং শিক্ষার্থীদের ওপর মারধর করার মতো অভিযোগ থানায় রয়েছে।

বুধবার সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!