Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জামায়াতের উদ্যোগে ভ্যান-ছাগল ও নগদ অর্থ বিতরণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৪, ০৭:২৪ পিএম


জামায়াতের উদ্যোগে ভ্যান-ছাগল ও নগদ অর্থ বিতরণ

যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে অস্বচ্ছল, দুস্থ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ভ্যান, ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলা জামায়াতের অস্থায়ী অফিসে এ সব বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ।

প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল-মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও চৌগাছা-ঝিকরগাছা যশোর-২ আসনে জাতীয় নির্বাচনের জামায়াতে মনোনীত প্রার্থী অধ্যপক আরশাদুল আলম, যশোর জেলা সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক জয়নাল আবেদিন ও অধ্যাপক হাসানুজ্জামান। 
উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অর্থ স¤পাদক মাস্টার ইমদাদুল হক, সহ-সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক এম এ রহিম, সুকপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলীম, ধুলিয়ানী  ইউনিয়ন জামায়াতের আমির রোকনুজ্জামান, পাতিবিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, স্বরুপদহ  ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু বক্কর প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিনামূল্যে ১ টি ছাগল, ৩ টি ভ্যান ও ১২ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৯৫ হাজার টাকার সহায়তা  বিতরণ করা হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার ১০টি কওমি মাদ্রাসায় নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!