Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়ি সেনানিবাসে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৪, ০৭:৫৬ পিএম


খাগড়াছড়ি সেনানিবাসে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন

খাগড়াছড়ি সেনানিবাসে শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিনের নামানুসারে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে খাগড়াছড়ি সেনানিবাসে শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিনের নামানুসারে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি কর্তৃক এই গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করেন।

নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জ এর ফলক উন্মোচন ও উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেব উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল, শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন এর পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সামরিক- বেসামরিক পদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!