Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইন্দুরকানীতে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটায় জরিমানা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৪, ০৮:০৭ পিএম


ইন্দুরকানীতে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটায় জরিমানা

পিরোজপুরের ইন্দুরকানীতে অবৈধভাবে মাটি কাটায় এবিএম নামের ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

ধবার বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন হোসেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম আল আমিন হোসেন বলেন, নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এবিএম ইটভাটাকে ৫০ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!