টাঙ্গাইল প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৪, ০৮:১৭ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৪, ০৮:১৭ পিএম
টাঙ্গাইলে মাদকের মামলায় স্বামী-স্ত্রীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ নাজিমুদৌলা এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার আগবেথৈর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে উজ্জ্বল হোসেন (৩৭) ও তার স্ত্রী সেলিনা আক্তার (২৭)।
উজ্জ্বল হোসেনকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং সেলিনা আক্তারকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, টাঙ্গাইল সদর থানার পুলিশ ২০১৮ সালের ২৮ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে আগবেথৈর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় উজ্জ্বল ও তার স্ত্রী সেলিনাকে গ্রেপ্তার করে। এসময় উজ্জলের দেহ তল্লাশি করে ২’শ পিস এবং সেলিনার কাছ থেকে ১’শ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরদিন টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৭ মার্চ উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।
গ্রেপ্তার হওয়ার পর থেকে উজ্জ্বল হোসেন কারাগারে রয়েছেন। তবে তার স্ত্রী সেলিনা মামলা থাকাকালীন সময়ে জামিন পেয়ে পলাতক রয়েছেন।
ইএইচ