Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বান্ধবীর জন্মদিনের ইলিশ-খিচুড়ি খেয়ে ১৩ শিক্ষার্থী অসুস্থ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৪, ০৮:৩৩ পিএম


বান্ধবীর জন্মদিনের ইলিশ-খিচুড়ি খেয়ে ১৩ শিক্ষার্থী অসুস্থ

রাজবাড়ীর কালুখালীতে এক বান্ধবীর জন্মদিন উপলক্ষ্যে ইলিশ-খিচুরি খেয়ে ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে থেকে অন্তরা ও আঁখি নামের দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এখনও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি আছে ৫ শিক্ষার্থী আর ৬ জন সুস্থ হলে তাদের স্বজনরা বাড়িতে নিয়ে যায়।

রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তিরা হলেন, রাবিয়া, তিশা, হিয়া খাতুন, সুরভি ও পলি।

বুধবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলায় এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থী ১৩ জনই দামকুদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি দামকুদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়া আক্তার জানায়, বুধবার দুপুরে বিদ্যালয়ের নিকটেই তাদের বান্ধবী সিন্ধা আক্তারের জন্মদিন উপলক্ষ্যে দাওয়াত খেতে যায় ১৩ বান্ধবী। ওই বাড়িতে ইলিশ খিচুড়ি খেয়ে ফেরার পথেই তারা অসুস্থ হয়ে পরে।

দামকুদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুর রহমান বলেন, বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরলে তাদের তাৎক্ষণিক রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স প্রমিলা রানী ব্যাপারী বলেন, অসুস্থ শিক্ষার্থীদের ফুড পয়জনিং হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। ৫ জন এখনও হাসপাতালে ভর্তি তবে তারা শঙ্কামুক্ত আছে। আর ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

ইএইচ

Link copied!