Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৪, ০৮:৪১ পিএম


ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৪ জন।

বুধবার সকালে সিলেট জেলা জজ আদালতে মামলা চূড়ান্ত বিচারক কার্যক্রম শুরু হয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ (সাইবার ট্রাইব্যুনাল সিলেট) বিচারক মো. মুনির কামাল আদেশ দেন।

২০২১ সালের ২২ মার্চ সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হাসান মামলার তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় ফৌজদারি বিধান কোষের ১৭৩ ধারায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

এ সময় সিলেট সিনিয়র জেলাও জজ আদালত মামলার বাদী-বিবাদী পক্ষের আইনজীবী ও রাষ্ট্র পক্ষের পিপির বক্তব্য শেষে মামলায় আসামীগণদের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় আসামিদের মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।

তারেক রহমানের আইনজীবীরা মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তারা বলেন- তারেক রহমানসহ বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে আদালতে একের পর মামলা দায়ের করেছে। বিচার বিভাগ কে নিজেদের সুরক্ষা করতে ব্যবহার করছে। বর্তমানে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে আশাকরি বাকি মামলা থেকে তারেক রহমান সহ সবাই সুবিচার পাবেন।

ইএইচ

Link copied!