Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সাতক্ষীরায় ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৪, ১০:১২ এএম


সাতক্ষীরায় ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বিনেরপোতা অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা থানার কীর্তিপুর এলাকার আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা থানার জেঠুয়া গ্রামের আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালা থানার সুজন শাহ গ্রামের সেলিম (৩৫)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করার কাজ চলছে।

ইএইচ

Link copied!