Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পূবাইলে মাদরাসা ও এতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৪, ১১:১৪ এএম


পূবাইলে মাদরাসা ও এতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

পূবাইলে শামসুল উলুম সরকার বাড়ি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়েছে।

বুধবার রাতে এ উপলক্ষ্যে ৬ তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন শাইখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব (দা.বা.)।

মাদরাসা কমিটির সভাপতি হাজী মো. শাহ্ আলম মুন্সির সভাপতিত্বে মাহফিলে আরও ওয়াজ করেন, পূবাইল উলামা পরিষদের সভাপতি মুফতি শামসুদ্দিন খন্দকার, মাওলানা মোস্তাকিম বিল্লাহ সিরাজী, মুফতি মাহফুজুর রহমান।

মাদরাসার পরিচালক হাফেজ গাজী আব্দুল্লাহ আল মাসুমের উপস্থাপনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সেলিম খান।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ, ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পূবাইল থানা যুবদলের সদস্য সচিব মো. আবুল হোসেন লিংকন, মাদরাসা ও মসজিদের সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম সরকার, পূবাইল মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম, পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক মো. আল-আমিন সরকার, এতিমখানা মাদরাসা ও মসজিদের মোতোয়ালি এবং পূবাইল সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন সরকার, সাংবাদিক মো. লিটন মিয়া, সাংবাদিক ফয়সাল।

বিশেষ সহযোগিতায় ছিলেন, মুক্তা ফার্মেসির স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেন মোল্লা, জননী হোমিও হলের স্বত্বাধিকারী হাদিউল ইসলাম রুবেল প্রমুখ।

পরে কোরআনে হাফেজ ৮ জন ছাত্রকে প্রদান মেহমান ও বক্তা পাগড়ি পড়িয়ে দেন।

ইএইচ

Link copied!