Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালকিনিতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৪, ১২:০৩ পিএম


কালকিনিতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে পালরদী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আয়নাল আকন (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত আয়নাল আকন কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম শিকারমঙ্গল এলাকার মৃত গনি আকনের ছেলে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে নিহতের ছেলে জয়নাল আকন জানান, পালরদী নদীতে গোসল করতে গিয়ে আমার বাবা নিহত হয়েছে। আমার দাদাও একইভাবে পানিতে পড়ে মারা গিয়েছিলেন। আমার বাবা অনেকদিন যাবৎ অসুস্থ ছিলেন।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন জমাদার বলেন, পানিতে ডুবে একজন বৃদ্ধ নিখোঁজের খবর পেয়ে মাদারীপুর থেকে ডুবুরি দল নিয়ে আসি। পরে আধা ঘণ্টার কম সময়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!