Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মির্জাগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৪, ১২:৫১ পিএম


মির্জাগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজীকে (৪৮) আটক করা হয়েছে।

সেনাবাহিনীর ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারি আর্টিলারি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের নিজ বাসভবন থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত।

আটক জাহাঙ্গীর ফরাজী মির্জাগঞ্জ উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত. মোতালেব ফরাজীর পুত্র।

অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে দীর্ঘ তল্লাশির পর বাড়ির দুটি ভিন্ন কক্ষে সযত্নে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে এবং আটক জাহাঙ্গীর ফরাজীকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত আরও বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনীর ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারি আর্টিলারি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোরে এ অভিযান পরিচালনা করে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অত্যাধুনিক পিস্তল,একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজীকে (৪৮) আটক করে থানায় হস্তান্তর করেছে। আটক জাহাঙ্গীর ফরাজীকে উপজেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!