Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৪, ০১:১৫ পিএম


টাঙ্গাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামে কিন্ডারগার্টেনের এক শিক্ষক নিহত হয়েছেন। এ
দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে।

নিহত শিক্ষক আব্দুল আলিম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে। তিনি ভূঞাপুর পৌরসভার ঘাটান্দী নতুনপাড়ায় বাস করতেন এবং টাঙ্গাইল শহরেও তার বাসা রয়েছে। তিনি ভূঞাপুর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক।

প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক মাহমুদুল হাসান ও শফিউর রহমান জানান, আব্দুল আলিম বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের বাসা থেকে ভূঞাপুরে কর্মস্থলে আসার জন্য টাঙ্গাইল থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে রওনা হন। পথিমধ্যে রসুলপুর এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে মারা যান।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের (এএসআই) আলমগীর জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!