Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যশোরে আমার সংবাদের সাংবাদিকের মায়ের ইন্তেকাল

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৪, ০১:২১ পিএম


যশোরে আমার সংবাদের সাংবাদিকের মায়ের ইন্তেকাল

সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়র সদস্য, দৈনিক আমার সংবাদ ও ইংরেজী ডেইলি পোস্টের জেলা প্রতিনিধি এম এ রহমানের মা রোকেয়া বেগম (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ৯টার সময় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন ।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় মরহুমার গ্রামের বাড়িতে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি চার ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য নাতি নাতনি গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে জেইউজে কার্যনির্বাহী কমিটি ও সকল সদস্যের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইএইচ

Link copied!