Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শ্রীপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অভিভাবক সমাবেশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৪, ০১:৫৬ পিএম


শ্রীপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অভিভাবক সমাবেশ

গাজীপুরের শ্রীপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পৌরসভার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক হামিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন।

শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন বলেন, শিক্ষার মানোন্নয়নে মা-বাবা তথা অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য এককভাবে শিক্ষক যথেষ্ট নয়। এখানে অভিভাবকের ভূমিকাও একটি মুখ্য বিষয়। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অভিভাবকদের ক্ষেত্রে সন্তানদের সঠিকভাবে সাহায্য করার বিষয়ে যথাযথ জ্ঞান থাকে না। তাই স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে স্কুলের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও সুযোগ সৃষ্টি করা অতীব প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, দাতা পরিবারের সদস্য আজিজুল হক সরকার, এনামুল হক সরকার, কফিল উদ্দিন সরকার, কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান, নাজমুল ইসলাম, সেলিমা রেজা, আইরিন সুলতানা, হাবিবুল্লাহ্ খান, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ আনসারী, সাংবাদিক ও শিশু সংগঠক আবু সাঈদ সহ অভিভাবক শিক্ষার্থীবৃন্দ।

ইএইচ

Link copied!