নেত্রকোণা প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৪, ০২:২৮ পিএম
নেত্রকোণা প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৪, ০২:২৮ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দেড়যুগ পর নেত্রকোণায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালিটি ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়।
এর আগে, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জড়ো হয়।
আনন্দ শোভাযাত্রায় সবচেয়ে বেশি আকর্ষণীয় দিক ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো সেজে কোমলমতি দুটি শিশুর অংশ নেয়া।
জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালির সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও (জিপি) অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল, জেলা যুবদলের সাবেক সিনিয়র ১নং সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমীকদলের সভাপতি আকিকুর রেজা খোকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনীক মাহাবুব চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য বজায়া রাখার আহ্বান জানান।
ইএইচ